মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ে দল ঘোষণা স্ক্যালোনির

মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ে দল ঘোষণা স্ক্যালোনির

20 Aug, 2024 / / No Comments / 122 Views

 

আগামী সেপ্টেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে দুইটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই দুই ম্যাচের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে সেই দলে রাখা হয়নি আর্জেন্টিনার নিয়মিত অধিনায়ক লিওনেল মেসিকে।

 

অ্যাঙ্কেলের চোট থেকে এখনও সেরে উঠতে পারেননি মেসি
বাছাইপর্বে নিজেদের সপ্তম ম্যাচটি খেলবে আর্জেন্টিনা। তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা চার দিন পর কলম্বিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে খেলবে অষ্টম ম্যাচটি।

 

গেল মাসে কোপার ফাইনালে পায়ে ইনজুরিতে পরে মাঠ ছাড়েন মেসি। এরপর জানা যায়, দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে আর্জেন্টিনার অধিনায়ককে। যার কারণে বিশ্বকাপ বাছাইপর্বের দলে জায়গা হয়নি মেসির। এছাড়াও, কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোয় অবধারিতভাবেই দলে নেই গোলকিপার ফ্রাঙ্কো আরমানি ও উইঙ্গার ডি মারিয়া।

তাদের পাশাপাশি দলে নেই এজেকিয়েল পালাসিওস। সুযোগ মেলেনি ডিফেন্ডার মার্কোস আকুনা ও লুকাস মার্তিনেজ কুয়ার্তার। গুঞ্জন উঠলেও দলে জায়গা হয়নি পাওলো দিবালার।

 

বিশ্বকাপ বাছাইপর্বে আগামী ৫ সেপ্টেম্বর বুয়েন্স আয়ার্সে আর্জেন্টিনা খেলবে চিলির বিপক্ষে। এরপর ১০ সেপ্টেম্বর কলম্বিয়ার মাঠে খেলবে আলবিসেলেস্তেরা।

 

আর্জেন্টিনার ২৮ সদস্যের দল
গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো।
ডিফেন্ডার: গনজালো মন্তিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজ্জেলা, লিওনার্দো বালার্দি, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, ভ্যালেন্তিন বারকো।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ, আলেক্সিস ম্যাক আলিস্টার, এনজো ফার্নান্দেজ, জিওভান্নি লো সেলসো, এজেকিয়েল ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল।
ফরোয়ার্ড: নিকোলাস গনজালেজ, আলেহান্দ্রো গারনাচো, মাতিয়াস সোলে, জুলিয়ানো সিমিওনে, ভ্যালেন্টিন কার্বোনি, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ ও ভ্যালেন্তিন কাস্তেলানোস। 

No comment posted yet!
Left 500 Characters

Related Post

সালাউদ্দিন-কিরণ সহ দুর্নীতিগ্রস্ত কর ...

20 Aug, 2024 / / No Comments

    খেলোয়াড়ি জীবনে যতটা সাফল্যে ভরা কাজী মোহাম্মদ .....

ফিফা উইন্ডোতে লেস্টার সিটির হামজা চৌ ...

19 Aug, 2024 / / No Comments

 
আগামী নভেম্বরের ফিফা উইন্ডোতে লেস্টার সিটির হা .....