ফিফা উইন্ডোতে লেস্টার সিটির হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবেন।

ফিফা উইন্ডোতে লেস্টার সিটির হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবেন।

19 Aug, 2024 / / No Comments / 39 Views

 


আগামী নভেম্বরের ফিফা উইন্ডোতে লেস্টার সিটির হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবেন বলে আশাবাদী বাফুফে। বিষয়টি জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। হামজা গত জুনে বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন।

 

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির হামজা দেওয়ান চৌধুরী খেলবেন বাংলাদেশের জার্সিতে- এ নিয়ে ফুটবল পাড়ায় দীর্ঘদিন ধরেই চলছে আলোচনা। আশায় বুক বেঁধে আছেন দেশের লাখো ফুটবলপ্রেমী।


কবে যোগ দেবেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। পাসপোর্টের জন্য আবেদন করেছেন বেশ কমাস আগেই। জানা যাচ্ছিল না কোনো আপডেট। অবশেষে বাফুফে সাধারণ সম্পাদক শোনালেন হামজাকে নিয়ে আশার কথা। তুষার বলেন, ‘আইনজীবীর মাধ্যমে আমরা যোগাযোগ করছি। আপনারা জানেন যে ওদের এজেন্ট আছে। তারা যোগাযোগ রাখছে। আমরা একটা ভালো কিছু অতিসত্বর আপনাদের বলতে পারব। এই উইন্ডোতে আসলে পসিবল হবে না। ফিফার কাছ থেকে অনুমতি পেলে নভেম্বরে (হামজা) খেলতে পারবে।’


সেপ্টেম্বর উন্ডোতে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে দেশের এমন পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে অনুশীলনের বাইরে ফুটবলাররা। তাই দ্রুত অনুশীলনের পরিবেশ তৈরি করার দাবি ফুটবলারদের।

No comment posted yet!
Left 500 Characters

Related Post

মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ে দল ঘোষ ...

20 Aug, 2024 / / No Comments

  আগামী সেপ্টেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে দুইটি .....

সালাউদ্দিন-কিরণ সহ দুর্নীতিগ্রস্ত কর ...

20 Aug, 2024 / / No Comments

    খেলোয়াড়ি জীবনে যতটা সাফল্যে ভরা কাজী মোহাম্মদ .....