বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তানের নতুন নির্বাচক কমিটি ঘোষণা
13 Jul, 2024 /
/
No Comments
/
159 Views
পাকিস্তানের ক্রিকেট মানেই যেন দুদিন পরপর রদবদলের খেলা! সর্বশেষ টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের ভরাডুবির জেরে গত বুধবার দুই নির্বাচক ওয়াহাব রিয়াজ ও আবদুল রাজ্জাককে সরিয়ে দেয় দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশ সিরিজের আগে গতকাল নতুন নির্বাচক কমিটি ঘোষণা করেছে তারা। আগের কমিটির দুজন মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিককে বহাল রেখে ঘোষণা করা হয়েছে এই কমিটি।
নতুন কমিটির আদলেও এসেছে পরিবর্তন। আগের কমিটি ছিল সাত সদস্যের, আর নতুন কমিটি চারজনের। ইউসুফ ও শফিকের সঙ্গে দল নির্বাচনে ভূমিকা রাখবেন প্রধান কোচ ও অধিনায়ক। পাকিস্তান দলের সাদা বলের কোচ গ্যারি কারস্টেন আর লাল বলের কোচ জেসন গিলেস্পি। টেস্টে দলটির অধিনায়ক শান মাসুদ আর ওয়ানডে ও টি–টোয়েন্টির নেতৃত্বে আছেন বাবর আজম।
পাকিস্তানের নতুন নির্বাচক কমিটির প্রথম কাজ ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল গঠন করা। নতুন নির্বাচক কমিটিকে সব ধরনের দলীয় সিদ্ধান্ত গ্রহণেরও ক্ষমতা দেওয়া হয়েছে।
এই কমিটিকে সহায়তা করতে পারবেন সহকারী কোচ আজহার মেহমুদ, বোর্ড চেয়ারম্যানের উপদেষ্টা বিলাল আফজাল, পারফরম্যান্স বিশ্লেষণ ও দলীয় কৌশল বিভাগের ব্যবস্থাপক হাসান চিমা, হাই পারফরম্যান্স (এইচপি) দলের পরিচালক নাদিম খান ও আন্তর্জাতিক ক্রিকেট পরিচালনা বিভাগের পরিচালক উসমান ওয়াহলা। তবে এই পাঁচজন দল নির্বাচন করার ক্ষেত্রে ভোট দিতে পাবেন না।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন দুটি টেস্ট খেলতে আগামী আগস্টে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট, করাচিতে শেষ টেস্ট শুরু ৩০ আগস্ট।
Related Post
মাহমুদুল্লাহ রিয়াদের অবসরের মাধ্যমে ...
টাইগার টি-টোয়েন্টি ক্রিকেট অগ্রসর হচ্ছে পান্ডব হী .....
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ...
বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য পাকিস্তানে .....