নিয়ম অনুযায়ী বোর্ডের পদত্যাগ চান সাবেক ফুটবলাররা, আগাতে হবে ফিফার গাইডলাইন মেনে ....

নিয়ম অনুযায়ী বোর্ডের পদত্যাগ চান সাবেক ফুটবলাররা, আগাতে হবে ফিফার গাইডলাইন মেনে ....

11 Aug, 2024 / / No Comments / 25 Views



কাজী সালাউদ্দীন হটাও রব উঠেছে বাংলাদেশের ফুটবল অঙ্গনে। বিপ্লবী ছাত্ররা সরকারের পতন করেছে, ফুটবল প্রেমীরা রব তুলেছেন বাফুফে কর্তাদের পদত্যাগের। সেই পালে হাওয়া দিতে বাফুফে ভবনে হাজির হন সাবেক ফুটবলাররা। 

বোর্ড পরিচালনার জন্য ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বেশ কিছু গাইডলাইন মেনে কাজ করতে হয়। কারো হস্তক্ষেপ আসলে ক্ষতি হবে দেশের ফুটবলের। তাই এমিলি-মামুনুল সহ সাবেক ফুটবলাররা, কর্তাদের স-সন্মানে পদত্যাগের আহবান করেন। 

(বাইট--পদত্যাগের)

ফুটবলে অনিয়ম চলে আসছে অনেকদিন থেকে। সেই অনিয়ম থেকে ক্রীড়াঙ্গন মুক্তি পাক এমন প্রত্যাশা সাবেকদের। পূর্বে যারা দূর্নীতি করেছেন তাদেরকে জবাবদিহির আওতায় আনার আহবান জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে।

(বাইট--এমিলি)

বাফুফে বসকে ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেয়, ফুটবলের সমর্থক গোষ্ঠী বাংলাদেশ ফুটবল আল্ট্রাস। তবে সেই আল্টিমেটাম প্রত্যাখ্যান করেন কাজী সালাউদ্দীন। এবার দেশের সবচেয়ে বড় সমর্থক গোষ্ঠী মার্চ টু বাফুফের ডাক দিয়েছে। সরকার পতনের পর গণভবনের যা ঘটেছে বাফুফে ভবনে যেন এমন কিছু না হয় সেই আহবান জানিয়েছেন সাবেক ফুটবলাররা। 

 (বাইট)

ক্রীড়া ক্ষেত্রে তরুণ একজন পেয়েছেন নেতৃত্বের ভার। আসিফ মাহমুদের হাত ধরে জাগরণ ঘটবে দেশের ফুটবলের সেই স্বপ্ন দেখছেন ক্রীড়া প্রেমী থেকে শুরু করে সাবেক ফুটবলার সবাই। প্রত্যাশা অনুযায়ী নয়া ক্রীড়া উপদেষ্টা কাজ করলে সফলতা ধরা দেওয়া সময়ের ব্যাপার। তবে এই মুহূর্তে সবাই প্রত্যাশায় বুক বেধেছেন ভালো কিছুর।

ডেক্স রিপোর্ট টিম স্পোর্টস

No comment posted yet!
Left 500 Characters

Related Post

মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ে দল ঘোষ ...

20 Aug, 2024 / / No Comments

  আগামী সেপ্টেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে দুইটি .....

সালাউদ্দিন-কিরণ সহ দুর্নীতিগ্রস্ত কর ...

20 Aug, 2024 / / No Comments

    খেলোয়াড়ি জীবনে যতটা সাফল্যে ভরা কাজী মোহাম্মদ .....