কোপায় মাঠে নামার আগেই আর্জেন্টিনাকে হারিয়ে দিল ব্রাজিল

কোপায় মাঠে নামার আগেই আর্জেন্টিনাকে হারিয়ে দিল ব্রাজিল

24 Jun, 2024 / / No Comments / 90 Views

 

কোপা আমেরিকা জয় দিয়ে শুরু করেছে আর্জেন্টিনা। উদ্বোধনী ম্যাচেই কানাডাকে ২-০ গোলে হারিয়ে দিয়েছেন লিওনেল মেসিরা। ব্রাজিলের মাঠে নামতে এখনো কয়েকদিন বাকি। তবে মাঠে নামার বেশ আগেই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে পেছনে ফেলেছে সেলেসাওরা।

কোপা আমেরিকায় অংশ নেওয়া দলগুলোর মধ্যে সবচেয়ে দামি স্কোয়াড কোন দলের তা জানতে গবেষণা চালায় ফোর্বস। সম্প্রতি সে গবেষণার ফলাফল প্রকাশ করেছে তারা। তাদের দেওয়া তথ্যে জানা গেছে, কোপা আমেরিকায় ১৬ দলের মধ্যে সবচেয়ে দামি স্কোয়াড ব্রাজিলের। এই তালিকায় দুইয়ে রয়েছে কোপার বর্তমান চ্যাম্পিয়ন ও বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।


ভিনিসিয়ুস-রদ্রিগোদের নিয়ে গড়া তারকায় ঠাঁসা ব্রাজিল দলের বাজারমূল্য ১৩৫ কোটি ডলার। আর ফোর্বসের মতে, দলটির সবচেয়ে দামি খেলোয়াড় রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র, যার বাজারমূল্য এখন ১৯ কোটি ডলারেরও বেশি।

দুইয়ে থাকা আর্জেন্টিনার স্কোয়াডের মূল্য ৯২ কোটি ডলার। মেসি-ডি মারিয়ার মতো তারকাদের ছাপিয়ে আর্জেন্টিনার সবচেয়ে দামি ফুটবলার ইন্টার মিলানে খেলা স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ (১১ কোটি ৮০ লাখ ডলার)।

আর্জেন্টিনার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ১৫ কোপা আমেরিকা শিরোপা জয় করা উরুগুয়ে রয়েছে তালিকার তিন নম্বরে। তাদের স্কোয়াডের বাজারমূল্য ৫৮ কোটি ডলারেরও বেশি। আর ১২ কোটি ৮০ লাখ ডলার মূল্যমান নিয়ে সবচেয়ে দামি খেলোয়াড় রিয়ালের খেলা ফেদেরিকো ভালভার্দে।

উল্লেখ্য, আগামী ২৫ জুন বাংলাদেশ সময় ভোর সাতটায় কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের কোপা আমেরিকা মিশন। পরদিন একই সময়ে চিলির বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবেন মেসিরা।

No comment posted yet!
Left 500 Characters

Related Post

মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ে দল ঘোষ ...

20 Aug, 2024 / / No Comments

  আগামী সেপ্টেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে দুইটি .....

সালাউদ্দিন-কিরণ সহ দুর্নীতিগ্রস্ত কর ...

20 Aug, 2024 / / No Comments

    খেলোয়াড়ি জীবনে যতটা সাফল্যে ভরা কাজী মোহাম্মদ .....