আজ ১৩ আগস্ট মাঠে গড়াবে প্রথম চার দিনের ম্যাচ। চার দিনের  ম্যাচে দলের অধিনায়ক এনামুল হক বিজয়।

আজ ১৩ আগস্ট মাঠে গড়াবে প্রথম চার দিনের ম্যাচ। চার দিনের ম্যাচে দলের অধিনায়ক এনামুল হক বিজয়।

13 Aug, 2024 / / No Comments / 19 Views

 


১৩ আগস্ট মাঠে গড়াবে পাকিস্তান শাহীনস এবং বাংলাদেশ ‘এ’ দলের মধ্যকার প্রথম চার দিনের ম্যাচ।

এই ম্যাচের স্কোয়াডে আছেন জাতীয় দলের একাধিক ক্রিকেটার। মুশফিকুর রহিম, মুমিনুল হকরা জাতীয় দলের হয়ে টেস্ট সিরিজেও খেলবেন। এর আগে পাচ্ছেন নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ। বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন চার দিনের ম্যাচে দলের অধিনায়ক এনামুল হক বিজয়। মাঠে নিজেদের সেরা ক্রিকেট খেলাতেই সকল মনোযোগ তার।

 ম্যাচের আগে গণমাধ্যমকে বিজয় বলেন, 'আসলে আমার মনে হয় আগে বাংলাদেশ ক্রিকেট দল এক বছরে টেস্ট ক্রিকেট খেলার পর্যাপ্ত সুযোগ পায়নি। যেহেতু আমরা এবার সুযোগ পেয়েছি আমরা চেষ্টা করব আমাদের সেরা ক্রিকেট খেলার। পাকিস্তান সবসময়ই বেশ ভালো দল। বাংলাদেশও চেষ্টা করবে নিজেদের সেরাটা দিতে। গত কয়েক মাসে আমরা ভালো করছি। আশা করি এখানে আমরা সেরাটা দিতে পারব।’

বিজয় আরও বলেন, ‘ব্যাপারটা ক্রিকেটের জন্য ভালো। এখানে পাকিস্তানের বেশ কিছু ভালো ক্রিকেটার আছেন। এছাড়া বর্তমানে জাতীয় দল বেশ শক্তিশালী। ফলে আশা করছি এখানে আমাদের বেশ ভালো রকমের একটি অভিজ্ঞতা হবে, সামনে আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য। এই দলের অংশ হতে পারার ব্যাপারটি বেশ রোমাঞ্চকর। আমরা ভালো ক্রিকেট খেলার জন্য মুখিয়ে আছি।’

 
বিজয়ের মতে, ‘আসলে অনুশীলন ম্যাচ আমাদের জাতীয় দলের ৭ ক্রিকেটারের জন্য বেশ ভালো সুযোগ হতে যাচ্ছে। তারা সামনে বাংলাদেশের হয়ে টেস্ট খেলবে। তারা এখানে এ দলের হয়ে খেলছে। আশা করছি এখান থেকে তারা ভালো রকমের অভিজ্ঞতা নিতে পারবে। আমাদের এখন বেশ ভালো দল রয়েছে। অভিজ্ঞতা আছে, দলে মানসম্পন্ন কিছু পেসার আছে, স্পিনারও রয়েছে। আশা করি ভালো ফলাফল করতে পারব।’

 

মাঝে অনুশীলনে আবহাওয়া বাগড়া দিলেও ম্যাচে তা ঘটবে বলে আশা করছেন বিজয়, ‘আসলে গত ২-৩ দিনে মৌসুমী বায়ুর প্রভাব ছিল। আশা করছি সামনের চার দিনে সূর্যের দেখা পাওয়া যাবে এবং আমরা খেলার সুযোগ পাব। গত কিছুদিনে আমাদের প্লেয়াররা অনুশীলন করা নিয়ে কিছুটা বিপাকে ছিল। তবে আজকে আমরা সুযোগ পেয়েছি অনুশীলনের। আশা করি আমরা উইকেট, কন্ডিশন বুঝে ভালো খেলতে পারব।’

 বিদেশের মাটিতে বাংলাদেশের পারফরম্যান্স প্রসঙ্গে বিজয়ের ভাষ্য, ‘আসলে আমরা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে গিয়ে অত বেশি খেলতে পারিনি। হয়ত ২-৩ বছর পর খেলা হয়। সেসব জায়গায় আমরা নিয়মিত খেলার সুযোগ পাইনি। এটি একটি কারণ বলে আমার মনে হয়। অবশ্যই আমরা দেশের বাইরে ভালো ফলাফল করতে পারিনি। তবে এখন আমাদের দলে ভালো পেসার আছে। অভিজ্ঞ দল আছে। আশা করছি সামনের কয়েক বছরে এসবের সাথে ভালোভাবে মানিয়ে নিতে পারব।’

 
গত কয়েক দিনে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা ছিল বেশ টালমাটাল। এমন পরিস্থিতিতে ম্যাচ জিতে দেশবাসীকে খুশি করতে চান বিজয়। অধিনায়ক বলেন, ‘আমরা জানি বাংলাদেশের অবস্থা আমাদের প্রত্যাশামাফিক নয়। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে আমরা দেশের জন্য ক্রিকেট খেলে থাকি। সব প্লেয়ারই খেলে থাকে। অবশ্যই আমরা সর্বোচ্চ চেষ্টা করছি দলের জন্য ভালো করতে। আমরা বাংলাদেশ দলের হয়ে ভালো করতে চাই। আশা করছি তাহলে আমরা দেশের মানুষকে খুশি করতে পারব। আমরা চেষ্টা করছি এখানে নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে। সবকিছু ভুলে আমরা পেশাদার ক্রিকেটার হিসেবে খেলতে চাই।’

জাকির হোসেন, টিমস্পোর্টসনিউজ।

No comment posted yet!
Left 500 Characters

Related Post

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ...

19 Aug, 2024 / / No Comments

  বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য পাকিস্তানে .....

একদিন নয় প্রতিদিন ভালো করার চেষ্টা কর ...

19 Aug, 2024 / / No Comments

    বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল ব .....