সংসদ সদস্য পদ হারানোয় বাংলাদেশ ক্রিকেট দল থেকেই আজীবনের জন্য বহিষ্কারের দাবি উঠেছে সাকিবকে।

সংসদ সদস্য পদ হারানোয় বাংলাদেশ ক্রিকেট দল থেকেই আজীবনের জন্য বহিষ্কারের দাবি উঠেছে সাকিবকে।

11 Aug, 2024 / / No Comments / 59 Views

 

 

বাংলাদেশ দল আগামী ২১ ও ৩০ আগস্ট পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে । সেই দলের হয়ে খেলার কথা ছিল সাকিব আল হাসানেরও। তবে সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন না দেওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

 

এ অবস্থায় তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ছিল সাকিব খেলবেন না পাকিস্তান সিরিজে। কিংবা সাকিবকে রাখা হবে কিনা স্কোয়াডে। এমন প্রশ্নের একটা উত্তর পাওয়া গেছে। সাকিবকে রেখেই দল সাজিয়েছেন নির্বাচকরা, যা এখন বিসিবির অনুমোদনের অপেক্ষায়। বিসিবির সবুজ সংকেত মিললেই যুক্তরাষ্ট্র থেকে দুবাই হয়ে পাকিস্তানের দলের সঙ্গে যোগ দেবেন সাকিব।

 

সাকিবের দলে থাকা নিয়ে নির্বাচক প্যানেলের এক সদস্য বলেছেন, ‘যে আন্দোলন হয়েছে, সেটি মেধার জন্য। আর সাকিব যদি দলে সুযোগ পান, সেটি মেধার কারণেই পাবেন। আমার কাছে মনে হয় এটি বড় সমস্যা হওয়ার কথা নয়। কে কোথায় রাজনীতি করবে, সেটি একান্ত তার ব্যক্তিগত ব্যাপার। আমরা সাকিবকে রেখেই দল দিয়েছি, এখন বোর্ড অনুমোদন করলে সাকিব পাকিস্তান সিরিজ খেলবে।’

 

এদিকে সাকিবের পাকিস্তান সিরিজে খেলা নিয়ে কোনো সমস্যা দেখছেন না দেশের খ্যাতনামা ক্রিকেট বিশ্লেষক ও কোচ নাজমুল আবেদীন ফাহিমও। গতকাল সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘নির্বাচকরা যদি চায় সাকিব খেলবে, না চাইলে খেলবে না। জাতীয় দলে খেলতে একজন ক্রিকেটারের যেসব শর্ত পূরণ করতে হয়, সেসব যদি সে (সাকিব) পূরণ করে, তাহলে দলে থাকতে তার কোনো সমস্যা থাকার কথা না।’

No comment posted yet!
Left 500 Characters

Related Post

মাহমুদুল্লাহ রিয়াদের অবসরের মাধ্যমে ...

8 Oct, 2024 / / No Comments

  টাইগার টি-টোয়েন্টি ক্রিকেট অগ্রসর হচ্ছে পান্ডব হী .....

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ...

19 Aug, 2024 / / No Comments

  বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য পাকিস্তানে .....