বাংলাদেশের বিপক্ষে কেমন খেলতে চায় পাকিস্তান; জানালেন অধিনায়ক শান মাসুদ।
13 Aug, 2024 /
/
No Comments
/
67 Views
আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে হবে প্রথম টেস্ট। করাচিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ৩০ আগস্ট।
রবিবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিপক্ষে কেমন ক্রিকেট খেলবে পাকিস্তান, তা জানিয়ে শান মাসুদ বলেন, ‘আক্রমণাত্মক ক্রিকেট প্রচলিত কথা বটে। তবে কথা হচ্ছে, আমাদের এখন কী প্রয়োজন। টেস্ট চ্যাম্পিয়নশিপে আমাদের জয় প্রয়োজন। জয়ের মতো পরিস্থিতিতে যেতে আমাদের যে ঘরানার ক্রিকেট খেলতে হবে, সেটা আক্রমণাত্মক হোক বা মাঝেমধ্যে রক্ষণাত্মক হোক। টেস্ট ক্রিকেটে মোমেন্টাম বদলায়। সে অনুযায়ী মানিয়ে নিতে হয়।’
শ্রীলঙ্কা সিরিজের মত বাংলাদেশ সিরিজেও সেরা জেতার জন্য খেলবেন জানিয়ে শান মাসুদ বলেন, একই মানসিকতা থাকবে তাঁদের, ‘আমরা দেশের জন্য ইতিবাচক ফল নিয়ে আসার চেষ্টা করব। আমাদের দল বাংলাদেশ সিরিজের জন্য সেরা প্রস্তুতিই নেওয়ার চেষ্টা করছে।’।’
টেস্ট ফর্মেটে পাকিস্তানের চেয়ে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। তারপরেও বাংলাদেশকে হালকা করে নিচ্ছেনা পাকিস্তান কারণ টাইগারদের দলে আছে অনেক অভিজ্ঞ ক্রিকেটার। ‘বাংলাদেশ দলে এমন অনেক খেলোয়াড় আছে, যারা বিশ্বজুড়ে খেলে, অনেক দিন থেকে খেলছে। অনেক অভিজ্ঞ দল। সাধারণত অনেক অভিজ্ঞ দল থাকে তাদের। আমাদের চেষ্টা থাকবে এমন পিচ বানানো, যেটি আমাদের ঘরানার সঙ্গে যায়।’
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে চায় পাকিস্তান। তাই বাংলাদেশের সাথে সিরিজ জেতাটা গুরুত্ব পাচ্ছে আলাদা ভাবে। পাকিস্তানের অধিনায়ক বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা গড়তে চাইলে আমাদের ম্যাচ জিততে হবে। আর ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই জয় দরকার। আমাদের ইতিবাচক ইন্টেন্টই দেখাতে হবে।’
জাকির হোসেন, টিমস্পোর্টসনিউজ।
Related Post
মাহমুদুল্লাহ রিয়াদের অবসরের মাধ্যমে ...
টাইগার টি-টোয়েন্টি ক্রিকেট অগ্রসর হচ্ছে পান্ডব হী .....
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ...
বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য পাকিস্তানে .....