পাকিস্তানের সাবেক ক্রিকেটারের পরামর্শ , বাংলাদেশ সিরিজে নিরাপত্তা জোরদারের,,,,,,

পাকিস্তানের সাবেক ক্রিকেটারের পরামর্শ , বাংলাদেশ সিরিজে নিরাপত্তা জোরদারের,,,,,,

14 Aug, 2024 / / No Comments / 87 Views

 

 


দ্বিপাক্ষিক সিরিজে নিরাপত্তা বাড়ানোর জন্য পিষিবিকে পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলী। 


বাংলাদেশের বৈষম্যবিরোধী আন্দোলনের পর পাকিস্তানেও আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। চলমান এই পরিস্থিতিতে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে শঙ্কায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। দেশ থেকে যাতে চ্যাম্পিয়নস ট্রফি সরে না যায়, সেই লক্ষ্যে সফররত দেশগুলোর নিরাপত্তা বলয় বাড়ানোর পরামর্শ সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলী।

 

বৈষম্যবিরোধী আন্দোলনের পর নতুন করে ঢেলে সাজানো হচ্ছে বাংলাদেশকে। পিছিয়ে নেই বাংলাদেশের ক্রিকেটও। নতুন উদ্যম নিয়ে পাকিস্তান সফরে গিয়েছে টাইগাররা। দেশ পরিবর্তনের মতো পারফরম্যান্সেও পরিবর্তনের প্রত্যয় নিয়ে দেশ ছেড়েছে ক্রিকেটাররা। ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট দলকে বরণও করে নিয়েছে পাকিস্তান।

 

তবে বাংলাদেশের এ সফর নিয়ে স্বস্তিতে নেই পিসিবি। বাংলাদেশের মতো পাকিস্তানেও উত্তাপ ছড়াচ্ছে শিক্ষার্থীরা। তাই সফররত দলের নিরাপত্তা নিয়ে চিন্তিত দেশটি।

 

 
পাকিস্তানে অনুষ্ঠিত হবে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি। তাই বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন পাকিস্তান ক্রিকেট বোর্ড। কোনো অঘটন ঘটলেই হাত থেকে ফসকে যেতে পারে চ্যাম্পিয়নস ট্রফি। তাই দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে পাকিস্তানে সফররত দলগুলোকে নিরাপত্তা প্রদানে জোর দিতে বলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী।        

 

সাবেক এই ক্রিকেটার বলেন, 'যেহেতু পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি এবং বাংলাদেশের পরে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো দল সফরে আসার কথা। তাই অবশ্যই নিরাপত্তার উপর নজর রাখতে হবে। যদি এসব সফরে কোনো অঘটন ঘটে তাহলে পাকিস্তানে থেকে চ্যাম্পিয়নস ট্রফি সরে যাবে। আমাদের সৈন্যরা বেলুচিস্তানে ও পেশওয়ারে শহীদ হচ্ছে। এমনটি কেন ঘটছে, তা কেবল সরকারই বলতে পারবে। তবে যা হচ্ছে তা ঠিক হচ্ছে না।'

 

গত বছর এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা থাকলেও ভারতের আপত্তিতে হাইব্রিড মডেলে হয় এশিয়া কাপ। এবারও হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের কথা ভাবছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তবে পাকিস্তান সফরে যাওয়া বিদেশি দেশগুলোকে নিরাপত্তা নিশ্চিত না করতে পারলে আয়োজক সত্ত্বও হারানোর ভয় রয়েছে। তাই বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড দলকে প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি দেয়ার পরামর্শ বাসিত আলীর।তিনি বলেন, 'এসকল সফরে সাধারণ নিরাপত্তা দেয়া যাবে না। বিদেশি 

 

দলগুলোকে আমাদের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মতো নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমি নিশ্চিত মহসিন নাকভী এসব বিষয়ে সচেতন থাকবেন।'  

 

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ২১ আগস্ট প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ আগস্ট।  
 

No comment posted yet!
Left 500 Characters

Related Post

মাহমুদুল্লাহ রিয়াদের অবসরের মাধ্যমে ...

8 Oct, 2024 / / No Comments

  টাইগার টি-টোয়েন্টি ক্রিকেট অগ্রসর হচ্ছে পান্ডব হী .....

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ...

19 Aug, 2024 / / No Comments

  বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য পাকিস্তানে .....