দুই টেস্ট সামনে রেখে আজ ১২ আগস্ট সোমবার বাংলাদেশ ছাড়বে টাইগাররা, আছেন সাকিব।

দুই টেস্ট সামনে রেখে আজ ১২ আগস্ট সোমবার বাংলাদেশ ছাড়বে টাইগাররা, আছেন সাকিব।

12 Aug, 2024 / / No Comments / 36 Views

 

 

পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে স্কোয়াড প্রকাশ করেছে বিসিবি। 

২১-২৫ আগস্ট রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে প্রথম টেস্ট, ২য় টেস্ট করাচিতে শুরু হবে ৩০ আগস্ট। 

 ১৪-১৬ আগস্ট লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দল অনুশীলন করবে। ১৭ আগস্ট দল যাবে প্রথম টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডিতে। 

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলে আছেন সাকিব আল হাসান। পাঁচ পেসার জায়গা পেয়েছেন স্কোয়াডে, তবে কেবল ২য় টেস্টের জন্য বিবেচিত হবেন তাসকিন আহমেদ। 

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড- 

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ। 

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টেস্ট স্কোয়াড- 

শান মাসুদ (অধিনায়ক), সউদ শাকিল (সহ অধিনায়ক), আমির জামাল (ফিটনেসের ওপর নির্ভরশীল), আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শেহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলি, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলি আঘা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক) ও শাহীন শাহ আফ্রিদি।  

No comment posted yet!
Left 500 Characters

Related Post

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ...

19 Aug, 2024 / / No Comments

  বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য পাকিস্তানে .....

একদিন নয় প্রতিদিন ভালো করার চেষ্টা কর ...

19 Aug, 2024 / / No Comments

    বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল ব .....