প্রথম সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের পেসার গাস আটকিনসন।

প্রথম সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের পেসার গাস আটকিনসন।

13 Aug, 2024 / / No Comments / 29 Views

 

 

২০২৪ সালের জুলাই মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আর এবারই প্রথম সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের পেসার গাস আটকিনসন। লড়াইয়ে পিছনে ফেলে দেন ভারতের ওয়াশিংটন সুন্দর ও স্কটল্যান্ডের চার্লি ক্যাসেলকে। 

 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিধ্বংসী বোলিং স্পেলের কারণে ইংল্যান্ডের টেস্ট অভিষেক হওয়া গাস আটকিনসন আইসিসি মেনস প্লেয়ার অফ দ্য মান্থ জিতেছেন। ৬ ফিট ২ ইঞ্চির আটকিনসন অভিষেক টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪৫ রান খরচায় একাই তুলে নেন সাত উইকেট। লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসেও পেয়ে যান ফাইফারের দেখা। 

 

প্রথম টেস্টে মোট ১২ উইকেট শিকার করা আটকিনসন পরের টেস্টে পান ৪ উইকেট। বার্মিংহামে সিরিজের শেষ ম্যাচেও আটকিনসন করেন বাজিমাত, এবার দুই ইনিংস মিলিয়ে দখলে নেন মোট ৬ উইকেট। তিন ম্যাচের সিরিজে তার শিকার ২২ উইকেট। এমন চমকপ্রদ পারফর্ম্যান্সের সুবাদে জুলাই মাসের সেরা ক্রিকেটারের তকমা জিতে নেন।

No comment posted yet!
Left 500 Characters

Related Post

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ...

19 Aug, 2024 / / No Comments

  বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য পাকিস্তানে .....

একদিন নয় প্রতিদিন ভালো করার চেষ্টা কর ...

19 Aug, 2024 / / No Comments

    বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল ব .....