আল নাসরকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে আল হিলাল।

আল নাসরকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে আল হিলাল।

18 Aug, 2024 / / No Comments / 104 Views

 


শনিবার (১৭ আগস্ট) সৌদি সুপার কাপে আল নাসরকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে আল হিলাল। ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে প্রথমার্ধে এগিয়ে যাওয়া আল নাসর দ্বিতীয়ার্ধে এক হালি গোল হজম করে। জোড়া গোল করেন আলেকজান্দার মিত্রোভিচ। এছাড়া সার্জ মিলানকোভিচ সাভিচ ও ম্যালকম একটি করে গোল করেন।


গত মৌসুমে সৌদি প্রো লিগে অপ্রতিরোধ্য ছিল আল হিলাল। নেইমার জুনিয়র ইনজুরিতে পড়ে পুরো মৌসুম মিস করলেও অপরাজিত চ্যাম্পিয়নই হয়েছিল তারা। আল নাসরের হয়ে গোলের বন্যা বইয়ে দিয়েও শিরোপাহীন ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন মৌসুমেও হিলালিদের হারের স্বাদ দিতে ব্যর্থ হলেন রোনালদো। সৌদি সুপার কাপে রোনালদোর দলকে বিধ্বস্ত করে শিরোপা ঘরে তুলেছে আল হিলাল।


গত মৌসুমে করিম বেনজেমা-এনগোলো কান্তের আল ইত্তিহাদকে একই ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আল হিলাল। সৌদি ফুটবলের সফলতম ক্লাবটি এই নিয়ে পঞ্চমবারের মতো এই শিরোপাটি ঘরে তুলল।


অথচ প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে ৪৪ মিনিটে রোনালদোর গোলে লিড পেয়েছিল আল নাসর। বক্সের জটলায় আব্দুলরহমান ঘারিবের পাস পেয়ে আলতো টোকায় ডান প্রান্ত দিয়ে বল জালে পাঠিয়েছিলেন রোনালদো। তখন মনে হচ্ছিল, মৌসুমের প্রথম ট্রফিটি পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী তারকার হাতেই উঠতে যাচ্ছে। কিন্তু দ্বিতীয়ার্ধে মাত্র ১৭ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় আল নাসর।


আল হিলালের তাণ্ডবের নেতৃত্বে ছিলেন দুই সার্বিয়ান তারকা মিলানকভিচ সাভিচ ও মিত্রোভিচ। ৫৫ মিনিটে মিত্রোভিচের পাস থেকে হিলালিদের সমতায় ফেরান মিলানকভিচ সাভিচ।


এরপর ৬ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন মিত্রোভিচ। ফুলহ্যামের সাবেক তারকা ম্যাচটা রোনালদোদের হাতের নাগালের বাইরে নয়ে যাওয়ার পর ৭২ মিনিটে কফিনে শেষ পেরেক ঠুকে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম।


গত বছর আল হিলালের পেছনে থেকে লিগে দ্বিতীয় হয়েছিল আল নাসর। সৌদি কিংস কাপেও হিলালিদের কাছে হেরেই কপাল পুড়েছিল রোনালদোর। গত বছর আগস্টে জেতা আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ট্রফিই সৌদি আরবে রোনালদোর জেতা একমাত্র শিরোপা হয়ে আছে এখন পর্যন্ত।

No comment posted yet!
Left 500 Characters

Related Post

মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ে দল ঘোষ ...

20 Aug, 2024 / / No Comments

  আগামী সেপ্টেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে দুইটি .....

সালাউদ্দিন-কিরণ সহ দুর্নীতিগ্রস্ত কর ...

20 Aug, 2024 / / No Comments

    খেলোয়াড়ি জীবনে যতটা সাফল্যে ভরা কাজী মোহাম্মদ .....