১ ঘণ্টা ৮ মিনিটেই সিওনতেকের ফ্রেঞ্চ ওপেন জয়

১ ঘণ্টা ৮ মিনিটেই সিওনতেকের ফ্রেঞ্চ ওপেন জয়

9 Jun, 2024 / / No Comments / 136 Views

 

ইগা সিওনতেক প্যারিসে যাবেন, বাড়িতে ফিরবেন ফ্রেঞ্চ ওপেনের ট্রফি নিয়ে—এটি যেন নিয়তি নির্ধারিত! এবারও ব্যতিক্রম হলো না সেই ধারার। আজ ফাইনালে ইতালির জাসমিন পাওলিনিকে ৬-২, ৬-১ গেমে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের নারী একক জয়ের হ্যাটট্রিক করেছেন পোলিশ তারকা। একপেশে লড়াইটা জিততে মাত্র ১ ঘণ্টা ৮ মিনিট সময় নিয়েছেন এ নিয়ে চারবার ফ্রেঞ্চ ওপেনজয়ী সিওনতেক।

 

জয়ের পর ইগা সিওনতেকরয়টার্স -

 

অথচ আজ প্রথমবার কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠা পাওলিনিই শুরুতে এগিয়ে গিয়েছিলেন ২-১ গেমে। সেটি যেন অহমে ঘা দিয়েছিল বিশ্বের ১ নম্বর নারী খেলোয়াড়কে।

এরপর টানা ১০টি গেম জেতেন সিওনতেক। দ্বিতীয় সেটে ২৩ বছর বয়সী সিওনতেক ৫-০ গেমে এগিয়ে যাওয়ার পর আরেকটি গেম জিততে সক্ষম হন পাওলিনি। এ নিয়ে রোলাঁ গারোতে টানা ২১টি ম্যাচ জিতলেন সব মিলিয়ে পাঁচটি গ্র্যান্ড স্লামজয়ী তারকা।

 

বেলজিয়ামের সাবেক তারকা জাস্টিন হেনিনের (২০০৫-০৭) পর নারী খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেনের নারী একক জয়ে হ্যাটট্রিক করলেন সিওনতেক। ২০২২ সালে ইউএস ওপেনজয়ী সিওনতেক ২০২০ সালে প্রথমবার ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হন। এ পর্যন্ত পাঁচবার গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে পাঁচবারই চ্যাম্পিয়ন হলেন সিওনতেক।

 

 

পুরুষ এককের ফাইনাল আগামীকাল। মুখোমুখি স্পেনের কার্লোস আলকারাজ ও জার্মানির আলেকসান্দর জভেরেভ।