শান্তদের আত্মবিশ্বাস রাখতে বললেন স্পিন বোলিং কোচ।
17 Aug, 2024 /
/
No Comments
/
93 Views
পেসবান্ধব পাকিস্তানে আগামী বুধবার (২১ আগস্ট) থেকে শুরু হচ্ছে বাংলাদেশের দুই টেস্টের লড়াই। বাবর আজমদের দেশে এখনও টেস্ট জেতা হয়নি তাদের। তবে নিজেদের ওপর বিশ্বাস রাখলে সেটা সম্ভব বলে মনে করেন টাইগার স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।
দুই টেস্টের সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার মুশতাকের সংবাদ সম্মেলনের অধিকাংশ কথায়ই স্থান পেয়েছে পেসারদের কথা। তিনি বলেন, ‘পাকিস্তানের পেস সামলাতে হলে আসলে সবার আগে নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। দলে অবদান রাখতে হলে আগে বিশ্বাস করতে হবে যে, আমি দলকে ম্যাচ জেতাতে পারব। এই বিশ্বাসটা অনেক জরুরি।’
পাকিস্তানে এখন পুরোদমে অনুশীলন করছেন বাংলাদেশের সব ক্রিকেটার। তবে কারা সুযোগ পাবেন কিংবা কয়জন পেসারই-বা একাদশে থাকবেন, তা এখনই আন্দাজ করা যাচ্ছে না। মুশতাকও বললেন, পরিস্থিতি যাছাই করে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, ‘কন্ডিশন ভালোভাবে যাচাই করে তারপর সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কয়জন পেসার খেলাব বা কাকে খেলাব।’
বাংলাদেশের ক্রিকেটারদের ওপর বিশ্বাস আছে মুশতাকের। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি বাংলাদেশে এমন ছেলে আছে যারা চ্যালেঞ্জ নেয়ার জন্য প্রস্তুত। তাদের মাঝে যেকোনো ভালো দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়ার সামর্থ্য আছে। বাংলাদেশের একটি ভালো ব্যাপার হচ্ছে দলে এখন বেশ ভালো পেসার রয়েছে।’
Related Post
মাহমুদুল্লাহ রিয়াদের অবসরের মাধ্যমে ...
টাইগার টি-টোয়েন্টি ক্রিকেট অগ্রসর হচ্ছে পান্ডব হী .....
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ...
বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য পাকিস্তানে .....