র‍্যাংকিংয়ের শীর্ষ দুই স্থানে বাবর এবং রোহিত।

র‍্যাংকিংয়ের শীর্ষ দুই স্থানে বাবর এবং রোহিত।

15 Aug, 2024 / / No Comments / 34 Views

 

 


ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাংকিংয়ে শীর্ষস্থানটা অনেক দিন ধরেই পাকিস্তানের বাবর আজমের দখলে। তবে বাবরের কাছাকাছি চলে এসেছেন ভারতের রোহিত শর্মা। আইসিসির প্রকাশিত সর্বশেষ র‍্যাংকিংয়ে রেটিং বাড়িয়ে ১ ধাপ উন্নতি করে বাবরের পরেই আছেন রোহিত।   

 

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে সিরিজসর্বোচ্চ ১৫৭ রান করে শুবমান গিলকে তিনে ঠেলে দিয়ে দুইয়ে উঠেছেন রোহিত। বর্তমানে রোহিতের রেটিং ৭৬৫, গিলের রেটিং ৭৬৩। ৮২৪ রেটিং নিয়ে শীর্ষে আছেন বাবর আজম। এছাড়া শ্রীলঙ্কান ওপেনার পাথুম নিসাঙ্কা ১ ধাপ এগিয়ে উঠেছেন ৮ম স্থানে। আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর ১ ধাপ উন্নতি করে বিরাট কোহলির সাথে যৌথভাবে ৪র্থ স্থানে রয়েছেন।


এছাড়া ৫ ধাপ এগিয়ে ৩৯তম স্থানে আছেন শ্রীলঙ্কার কুশল মেন্ডিস। ১০ ধাপ এগিয়ে ৫৪ নম্বরে উঠেছেন নেদারল্যান্ডসের ম্যাক্স ও’দুদ। ১১ ধাপ এগিয়ে মোনাক প্যাটেল আছেন ৫৬তম স্থানে। ২০ ধাপ উন্নতি করে শ্রীলঙ্কান আভিষকা ফার্নান্দো আছেন ৬৮ নম্বরে।


 
বোলারদের র‍্যাংকিংয়ে ২ ধাপ এগিয়ে ৭ম স্থানে আছেন পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি। ১ ধাপ করে এগিয়ে নামিবিয়ার বার্নাড স্কোলটজ এবং আফগানিস্তানের মোহাম্মদ নবি আছেন যথাক্রমে ৫ম এবং ৬ষ্ঠ স্থানে। নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট ১ ধাপ এগিয়ে আছেন ৯ম স্থানে।

 
শ্রীলঙ্কার দুনিথ ভেল্লালাগে ১৭ ধাপ উন্নতি করে ৫৯তম স্থানে রয়েছেন। ভারতের অক্ষর প্যাটেল এগিয়েছেন ১৩ ধাপ, আছেন ৮৩ নম্বরে। আরেক ভারতীয় ওয়াশিংটন সুন্দর ১০ ধাপ এগিয়ে আছেন ৮৭তম স্থানে। বাংলাদেশিদের মধ্যে শরিফুল ইসলাম ১ ধাপ এগিয়ে ২৩ এবং সাকিব আল হাসান ১ ধাপ এগিয়ে আছেন ২৯তম স্থানে।

 
টেস্ট র‍্যাংকিংয়েও এসেছে অদলবদল। ব্যাটারদের মধ্যে দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা ক্যারিয়ারসেরা রেটিং নিয়ে ২ ধাপ এগিয়ে উঠেছেন ১৬তম স্থানে। ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার ৩ ধাপ এগিয়ে আছেন ৬৭তম স্থানে। আরেক ক্যারিবিয়ান আলিথ আথানাজে ১২ ধাপ উন্নতি করে অবস্থান করছেন ৭৬ নম্বরে।

 

বোলারদের মধ্যে ৭ ধাপ এগিয়ে ভারতের মোহাম্মদ শামির সাথে যৌথভাবে ২১তম স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজ। ওয়েস্ট ইন্ডিজের স্পিনার জোমেল ওয়ারিক্যান ক্যারিয়ারসেরা রেটিং নিয়ে ১২ ধাপ এগিয়ে উঠেছেন ৫৪তম স্থানে।

No comment posted yet!
Left 500 Characters

Related Post

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ...

19 Aug, 2024 / / No Comments

  বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য পাকিস্তানে .....

একদিন নয় প্রতিদিন ভালো করার চেষ্টা কর ...

19 Aug, 2024 / / No Comments

    বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল ব .....