পিচের বালু খেয়ে রোহিতের এ কেমন শিরোপা উদ্যাপন
30 Jun, 2024 /
/
No Comments
/
129 Views
শেষ ওভারে গড়ানো টান টান উত্তেজনার ফাইনালে ৭ রানে জিতে ভারতের খেলোয়াড়েরা আবেগে ভেসে গিয়েছিলেন। একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছিলেন হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, বিরাট কোহলিরা। এর মধ্যেই আবার পরম শান্তি আর স্বস্তিতে মাঠে শুয়ে কিছুক্ষণ চোখ বুঝে থাকলেন রোহিত শর্মা।
নিজের ভাষায় জীবনের সেরা অর্জন কীভাবে উদ্যাপন করবেন, সেটা ঠিক বুঝে উঠতে পারছিলেন না রোহিত। কী করবেন, সেটা না বুঝতে পেরেই হয়তো ভারতের অধিনায়ক সব সতীর্থদের ফেলে চলে গেলেন মাঠের ঠিক মাঝখানে, বার্বাডোজের পিচের ওপর। খানিক আগেই যে ২২ গজে দক্ষিণ আফ্রিকাকে লড়াইয়ে হারিয়েছে ভারত।
পিচের কাছে গিয়ে শান্ত ও সৌম্যভাবে বসলেন রোহিত। এরপর পিচটাতে পরম মমতায় একটু হাত বোলালেন। আঙুল দিয়ে খুঁচিয়ে তুলে নিলেন পিচের ছোট্ট একটি টুকরা। আঙুল দিয়ে সেটা একটু নাড়িয়ে মুখে দিলেন রোহিত। এরপর আরেকটু বালু তুলে নিয়ে আবারও মুখে পুরলেন ভারত অধিনায়ক।
ম্যাচ শেষে অবশ্য রোহিতের এমন উদ্যাপন নিয়ে কেউ কোনো প্রশ্ন করেনি। কিন্তু আইসিসি রোহিতের এই কাণ্ডের ভিডিও দিয়েছে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে। আর ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে রোহিত জানিয়েছেন তাঁর শিরোপা জয়ের অনুভূতি।
সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার ঘোষণা দেওয়া রোহিত শিরোপা জয় নিয়ে বলেছেন, ‘আমি এটা খুব করে চেয়েছি। ওই মুহূর্তটার কথা ভাষায় প্রকাশ করা খুব কঠিন। আমি তখন কী ভাবছিলাম, সেটা বলতে চাই না। আমি বলতে চাই না, তখন আমার মনের মধ্যে কী চলছিল। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে এটা খুব আবেগের মুহূর্ত ছিল।’
রোহিত এরপর যোগ করেন, ‘এটাকেই সেরা সময় বলতে হবে। আমি এটাই বলতে পারি। এর কারণ, যতটা মরিয়া হয়ে আমি এটা জিততে চেয়েছি। আমি এটার জন্য মরিয়া ছিলাম। আমি কাপ জিততে চেয়েছি।’
Related Post
মাহমুদুল্লাহ রিয়াদের অবসরের মাধ্যমে ...
টাইগার টি-টোয়েন্টি ক্রিকেট অগ্রসর হচ্ছে পান্ডব হী .....
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ...
বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য পাকিস্তানে .....