কোচের সাথে খারাপ ব্যাবহারের কারনে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে বাদ পড়তে পারেন আফ্রিদি
12 Jul, 2024 /
/
No Comments
/
103 Views
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই পাকিস্তানি ক্রিকেটারদের যেতে হচ্ছে ব্যাপক সমালোচনার মধ্যে দিয়ে। বিশ্বকাপ ব্যর্থতার সঙ্গে যুক্ত হয়েছে ক্রিকেটারদের ব্যক্তিগত নানা বিষয়ও। এবার নতুন করে আলোচনায় এসেছেন দলের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি। দলের কোচিং স্টাফদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন আফ্রিদি; এমন গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। যার জেরে আফ্রিদির বিষয়ে কঠোর হতে যাচ্ছে বোর্ড। শাস্তি হিসেবে আসন্ন বাংলাদেশ সিরিজে তাকে দলে না রাখার কথাও শোনা যাচ্ছে দেশটির একাধিক গণমাধ্যমে।
আসছে আগস্ট মাসে দুটি টেস্ট খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। এই ম্যাচ দুটি দিয়েই বিশ্বকাপের পর প্রথম অন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে পাকিস্তান। আর সেই সিরিজেই বাদ পড়তে পারেন আফ্রিদি।
মূলত, আফ্রিদিকে বাদ দিয়ে দলে শৃঙ্খলা ফেরাতে চায় পিসিবি। তাছাড়া বলা হচ্ছে বিশ্বকাপ চলাকালীন সংশ্লিষ্ট কোচের কাছে নিজের দুর্ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছেন আফ্রিদি। যদিও বিষয়টিকে সহজ ভাবে মানতে নারাজ পিসিবি। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে আফ্রিদির কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন, তা নিয়েও অসন্তুষ্ট পিসিবি।
আফ্রিদির দুর্ব্যবহার প্রসঙ্গে জিও নিউজ জানায়, আফ্রিদি ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়েছিলেন। ঘটনাটি বিশ্বকাপের আগে ইংল্যান্ড সফরে। হেডিংলিতে পাকিস্তানের নেট অনুশীলনে আফ্রিদিকে বারবার ‘নো’ বল করতে দেখে তাকে সতর্ক হতে বলেন ইউসুফ। এক পর্যায়ে আফ্রিদি ইউসুফকে বলে বসেন, ‘আমাকে আমার কাজ করতে দিন। আপনি আপনার কাজ করুন।’ জবাবে ইউসুফ বলেন, কোচ হিসেবে তিনি নিজের কাজটিই করছেন। এ নিয়ে দুজনের বাক্যবিনিময়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে ওয়াহাব রিয়াজ এসে আফ্রিদিকে তার আচরণের জন্য ক্ষমা চাইতে বলে বিষয়টির ইতি টানেন।
তবে বিষয়টি সহজভাবে মানতে নারাজ পিসিবি। কেন তাকে শাস্তি দেওয়া হয়নি তার কারণ জানতে চেয়েছে পিসিবি। সেই সঙ্গে তার শাস্তির বিষয়টি নিয়েও ভাবছে তারা। যার ফলে আসন্ন বাংলাদেশ সিরিজে তাকে বাদ দেওয়া হতে পারে। শুধু তাই নয় আরও দুই তিন জনকে এই সিরিজে না খেলিয়ে নতুনদের সুযোগ করে দেওয়ার কথা ভাবছে পিসিবি।
উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ৩০ আগস্ট করাচিতে।
Related Post
মাহমুদুল্লাহ রিয়াদের অবসরের মাধ্যমে ...
টাইগার টি-টোয়েন্টি ক্রিকেট অগ্রসর হচ্ছে পান্ডব হী .....
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ...
বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য পাকিস্তানে .....