ইতিহাস গড়া অস্কার ব্রুজোনের বসুন্ধরা কিংস অধ্যায়ের সমাপ্তি
6 Jul, 2024 /
/
No Comments
/
117 Views
ইতিহাস গড়া’ ব্রুজন বিদায় জানালেন কিংস অ্যারেনা
গুঞ্জন চলছিল দিনভর। অবশেষে সেটাই সত্যি হলো। বসুন্ধরা কিংস দেশের ফুটবল ইতিহাস বদলে দিয়েছে যে কোচের অধীনে, তিনিই এবার বিদায় জানাচ্ছেন কিংস অ্যারেনাকে। এতে ক্লাবটিতে শেষ হলো ৬ বছরের অস্কার ব্রুজন অধ্যায়।
আজ নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে কিংস ছাড়ার তথ্য নিজেই নিশ্চিত করেছেন অস্কার ব্রুজন। পারস্পরিক সমঝোতার মাধ্যমেই এই চুক্তি শেষ হয়েছে বলে জানান তিনি।
২০১৮ সালে দলটির দায়িত্ব নিয়েছিলেন তিনি। তারপরই ক্লাবটির বদলে যাওয়ার শুরু। বাংলাদেশের চ্যাম্পিয়নশিপ থেকে পরের বছরই বাংলাদেশ প্রিমিয়ার লিগে উন্নীত হয় বসুন্ধরা কিংস। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। অভিষেক আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর দেশের ফুটবলের ৭৫ বছরের ইতিহাস বদলে দিয়েছে ক্লাবটি। যেখানে আড়ালের নায়ক তিনিই। টানা ৫ লিগ শিরোপা জেতার নজির ছিল না আর কোনো ক্লাবের। তার অধীনে সেটাই করেছিল কিংস।
গত মৌসুমে ট্রেবলসহ বসুন্ধরার মোট ১১টি শিরোপা জয়ের পেছনের কারিগর তিনি। বিদায় বেলায় তিনি ক্লাব কর্তৃপক্ষ ও কোচিং স্টাফের বাকি সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মর্যাদাপূর্ণ এশিয়ান চ্যাম্পিয়নস লিগেও জায়গা করে নিয়েছিল ক্লাবটি। প্রিমিয়ার লিগ ছাড়াও ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপের তিনটি করে ট্রফি জিতেছেন স্প্যানিশ এই কোচ।
নিজের ফেসবুক পোস্টে ক্লাবকে বিদায় জানিয়ে তিনি লিখেছেন
প্রিয় বসুন্ধরা কিংস পরিবার,
মর্যাদাপূর্ণ এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণসহ ৬ বছর ধারাবাহিকভাবে সাফল্যের পর পারস্পরিক সমঝোতার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চুক্তি সমাপ্ত করার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।
আমরা দেশে একটি অনন্য ফুটবল সংস্কৃতি বিকাশে অবদান রেখেছি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা মূল চাবিকাঠি হলো আমাদের ১১টি শিরোপা। গত মৌসুমের ট্রেবলসহ একচেটিয়াভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করেছি দেশের ফুটবলে। রাজার মতো আধিপত্য ধরে রাখার অংশীদার হতে পেরে আমি গর্বিত। যা আমাদের কঠোর পরিশ্রমের ফসল। আমি বিশ্বাস করি সেসব সাফল্য উপভোগ করার সময় এসেছে। একসঙ্গে কাজ করার সময়কে আমি মূল্যবান বলে মনে করি।
পরিশেষে আমি ক্লাব ও ক্লাবের সভাপতির ভবিষ্যৎ সাফল্য কামনা করি। তিনি ও তার সঙ্গীরা ব্যাক্তিগত স্বার্থকে দূরে রেখে একই লক্ষ্যের দিকে ছুটে চলেছেন। সবাইকে বুঝতে হবে সাফল্য আসে ঐক্যবদ্ধভাবে। যা আমরা গত ৬ বছরে করেছি। সভাপতি, কোচিং স্টাফ, খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে ঐক্য, বন্ধন এবং বোঝাপড়ার মাধ্যমেই এসেছে এসব সাফল্য।
আজ বিদায় জানানোর দিন। কিন্তু আমি চিরকালের জন্য আমার হৃদয়ে সবকিছু নিয়ে যাচ্ছি।
Related Post
মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ে দল ঘোষ ...
আগামী সেপ্টেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে দুইটি .....
সালাউদ্দিন-কিরণ সহ দুর্নীতিগ্রস্ত কর ...
খেলোয়াড়ি জীবনে যতটা সাফল্যে ভরা কাজী মোহাম্মদ .....