আসিফ মাহমুদ বলেন, আওয়ামী লীগের নির্বাচিত ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন সরকার পতনের পর দেশ থেকে পালিয়ে গিয়েছে।

আসিফ মাহমুদ বলেন, আওয়ামী লীগের নির্বাচিত ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন সরকার পতনের পর দেশ থেকে পালিয়ে গিয়েছে।

11 Aug, 2024 / / No Comments / 51 Views

 

 

যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ । ৮ আগস্ট বঙ্গভবনে  শপথ নেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোঃ ইউনুস ও বাকি উপদেষ্টারা। সেখানে শপথ নিয়েছিলেন ছাত্রদের প্রতিনিধি আসিফ মাহমুদ। সেই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াই দায়িত্ব পেলেন বাংলাদেশের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের। কাজ করবেন যুব ও ক্রীড়া ক্ষেত্রের বৈষম্য দূর করতে ।  

পূর্ববর্তী সরকারের পতনের পর অনিশ্চিতায় দিন কাটাচ্ছে ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলো। বিশেষ করে দেশের দুইটা বড় ক্রীড়া সংস্থা( BCB ) বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ফুটবল ফেডারেশন এর কার্যক্রম আগের মত সচল করার দায়িত্ব আসিফকে নিতে হবে। অন্য ফেডারেশন গুলোর দিকে দিতে হবে সমান দৃষ্টি। 

খেলাধুলায় আসিফ মাহমুদের আগ্রহ যে বেশ আগে থেকে সেটা তার ফেসবুক ওয়ালে ঘুরে আসলে বুঝা যায়। 
ক্রিকেট কিংবা ফুটবল সব খেলা নিয়ে বেশ আগ্রহ আসিফ মাহমুদের,সময় পেলে নিজেও খেলতেন বন্ধুদের সাথে। 

এবার নতুন ক্রীড়া মন্ত্রী হয়ে সংবাদ মাধ্যমে এসে রীতিমতো কঠিন হুমকি দিয়ে বসলেন আসিফ মাহমুদ যা মুহূর্তে ভাইরাল। 

BCB বোর্ডের যেই সদস্যরা দুর্নীতি করেছেন তাদের প্রত্যেকের বিচার হবে । 
দেশের ক্লান্ত সময় সাকিবের মতো বিশ্বসেরা খেলোয়াড় ছাত্রদের পক্ষে না দাঁড়িয়ে চরম অন্যায় করেছে। মানুষের কথা চিন্তা না করে নিজের দল এবং নিজের কথা চিন্তা করে। 
এরকম দেশদ্রোহী মানুষকে বাংলাদেশ ক্রিকেটে আর কখনো সুযোগ দেওয়া হবে না। 
তিনি আরোও বলেন বর্তমানে বাংলাদেশের ৩ ফরমেটের অধিনায়ক  নাজমুল শান্তকে অধিনায়কের দায়িত্ব থেকে বাদ দেওয়া হবে।  নাজমুল হোসেন শান্তর থেকে অনেক ভালো খেলোয়ার জাতীয় দলে খেলার যোগ্যতা  রাখে। 

ইতিমধ্যেই তার ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে জানিয়েছেন 
"বিচার বিভাগের মতো সব জায়গা থেকে ফ্যাসিবাদকে দূর করা হবে।"
আরেকটি পোস্টে লিখেন "ব্যক্তিগত লাভের আশায় আবদার, তদবির করা থেকে বিরত থাকুন। এতে করে আমার সাথে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। দেশগঠনে পরামর্শ থাকলে জানাবেন।"

No comment posted yet!
Left 500 Characters

Related Post

মাহমুদুল্লাহ রিয়াদের অবসরের মাধ্যমে ...

8 Oct, 2024 / / No Comments

  টাইগার টি-টোয়েন্টি ক্রিকেট অগ্রসর হচ্ছে পান্ডব হী .....

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ...

19 Aug, 2024 / / No Comments

  বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য পাকিস্তানে .....