আধিপত্য বনাম প্রতিশোধ, গুরু বনাম শিষ্যের ফাইনাল হতে যাচ্ছে কোপায়

আধিপত্য বনাম প্রতিশোধ, গুরু বনাম শিষ্যের ফাইনাল হতে যাচ্ছে কোপায়

13 Jul, 2024 / / No Comments / 87 Views

আগামী সোমবার মায়ামির হার্ডরক স্টেডিয়ামে শুরু হবে আর্জেন্টিনা-কলম্বিয়ার মধ্যে কোপার শিরোপা নির্ধারণী ম্যাচ। এই ম্যাচকে ঘিরে উত্তেজনা দেখা যাচ্ছে দর্শকদের মধ্যে। আর্জেন্টিনা নামবে আধিপত্য ধরে রাখার লড়াইয়ে আর কলম্বিয়া নামে ১৯৯১ সালের কোপার ফাইনাল হারের প্রতিশোধ নিতে। আবার কলম্বিয়ার কোচ নেস্তর লরেনৎসো সম্পর্কে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি ও লিওনেল মেসির গুরুও বটে। ফলে লড়াইটা শুধু খেলোয়াড়দের মধ্যেই না। এখানে যোগ হয়েছে গুরু-শিষ্যের লড়াইও। লাতিন ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা যাত্রা শুরু হয় ১৯১৬ সালে। যদিও তখন এটি ছিল ভিন্ন নামে– দক্ষিণ আমেরিকান ফুটবল চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় ১৯৯১-তে প্রথম দেখা হয়েছিল আর্জেন্টিনার সাথে কলম্বিয়ার। সেই দেখায় ২-১ গোলে হেরেছিল কলম্বিয়া। ফাইনাল বাদ দিলেও পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে আলবিসেলেস্তারা। ১৮ বারের দেখায় সর্বোচ্চ ৭ টিতে জয় পেয়েছে আর্জেন্টিনা। আর ৪ জয় কলম্বিয়ার। বাকি ৭টি ম্যাচ ড্র হয়েছে। তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ছেড়ে কথা বলছে না কোন দলই। আগামী ১৫ জুলাই ফাইনাল খেলতে নামার সময় কলম্বিয়া ২৮ ম্যাচ অপরাজিত থেকে মাঠে নামবে। তবে হামেস রদ্রিগেজরা সবশেষ হেরেছিল এই আর্জেন্টাইনদেরই বিপক্ষে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ১-০ গোলে জেতেন মেসিরা। এরপর থেকে অপরাজেয় কলম্বিয়া। অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১০ ম্যাচে অপরাজিত। সবশেষ ২০২৩ সালে বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের কাছে হেরেছিল মেসিরা।  এছাড়া এবারের কোপা আমেরিকায় পাঁচ ম্যাচ করে খেলে এখন পর্যন্ত অপরাজিত  আর্জেন্টিনা ও কলম্বিয়া। সমান চার জয় আর এক ড্র দুই দলের। কলম্বিয়া ১২ গোল দিয়ে হজম করেছে ১টি গোল। অন্যদিকে আর্জেন্টিনা ৮ গোল দিয়ে তারাও হজম করেছে একটি গোল।   সাম্প্রতিক পরিসংখ্যানে দুই দল সমান তালে লড়াই করলেও কোপা আমেরিকার পুরো ইতিহাসে আর্জেন্টিনার ধারে কাছে নেই কলম্বিয়া। কোপায় সর্বোচ্চ সংখ্যক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, যদিও তাদের সেই শীর্ষস্থান ভাগাভাগি করতে হচ্ছে উরুগুয়ের সঙ্গে। কারণ দুই দলই সমান ১৫ বার করে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে চ্যাম্পিয়ন হয়েছে। লিওনেল মেসিদের পূর্বসূরী ও বর্তমান প্রজন্ম মিলিয়ে আকাশী-সাদা জার্সিধারীরা যেমন সাফল্য পেয়েছে, তেমনি প্রায় সমান সংখ্যক বার হৃদয়-ও ভেঙেছে ফাইনালে। অন্যদিকে ২৩ বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠেছে কলম্বিয়া। শেষবার ২০০২ সালে ফাইনালে মেক্সিকোকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। অন্যদিকে শেষ আট কোপা আমেরিকায় ছয়বার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে শিরোপা জিতেছে একটি।

No comment posted yet!
Left 500 Characters

Related Post

মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ে দল ঘোষ ...

20 Aug, 2024 / / No Comments

  আগামী সেপ্টেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে দুইটি .....

সালাউদ্দিন-কিরণ সহ দুর্নীতিগ্রস্ত কর ...

20 Aug, 2024 / / No Comments

    খেলোয়াড়ি জীবনে যতটা সাফল্যে ভরা কাজী মোহাম্মদ .....